চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথে থাকবে। দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, জনগণ তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। একদলীয় ভাবে দেশ চালাচ্ছে এই স্বৈরাচার সরকার। আমরা কথা বলতে পারি না, সরকারের সমালোচনা করলেই মামলা হয়।
আপনারা দেখেছেন গত ১৩ ই জানুয়ারি বিএনপির শান্তিপূর্ণ চলছিল কিন্তু সমাবেশ পন্ড করতে সরকার প্রশাসন আমাদের দলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে, গ্রেফতার করেছে এবং মামলা দিয়ে ঘরছাড়া করেছে। এই সরকার মামলাবাজ সরকার। এই সরকারের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে।
তিনি আজ শনিবার (২৮ জানুয়ারি) সন্ধায় নগর যুবদলের সভাপতি কারাবন্দি মোশারফ হোসেন দীপ্তির পরিবারের খোঁজ নিতে বাসায় গেলে সাংবাদিকদের একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এ সরকার বিগত ১৪ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আসছে। লক্ষাধিক মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা নির্যাতন উপেক্ষা করেও রাজপথে আছে। মানুষের গণতান্ত্রিক অধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত বিএনপির গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুর সত্তারর সেলিম,কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, আকবর শাহ থানা বিএনপির সহ সভাপতি রেহান উদ্দিন প্রধান,যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, ৯ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দোহা মাহমুদ, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মোঃ মুছা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, তৌহিদ ইসলাম রাসেল, হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সম্পাদক নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক আরিফ হোসেন, গুলজার হোসেন মিন্টু, ইব্রাহিম খাঁন, মোঃ ইউসুফ, আজিজ চৌধুরী, মিজানুর রহমান দুলাল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সাহেদ, আরিফুল ইসলাম (মাস্টার আরিফ), থানা যুবদলের আহবায়ক গিয়াসউদ্দিন টুনু, সদস্য সচিব শওকত খাঁন রাজু, ইলিয়াস খাঁন, সাইফুল আলম রুবেল, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ সাইফুল আলম, মোঃ ইউনুছ, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন
আপনার মতামত লিখুন :