পঞ্চগড় -২ আসন থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মোজাহার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাকোয়া বাজারে বোদা ও দেবীগঞ্জ এর বিএনপি সমর্থকবৃন্দের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও পামুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব চৌধুরী মোঃ তানভীর যোবায়ের হোসেন ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের ভবিষ্যৎ কান্ডারী মোজাহার হোসেনের সুযোগ্যপুত্র মাহমুদ হোসেন সুমন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা মোজাহার হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন মোজাহার হোসেনের অভাব সহজেই পূরন হবার নয়। তার কর্মকান্ড ও আদর্শ শুধু পঞ্চগড় বাসির কাছে নয় সারা দেশের শহীদ জিয়ার আদর্শের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, মোজাহার হোসেন ছিলেন বটবৃক্ষের মত। গত তিন যুগের ও বেশি সময় ধরে তিনি পঞ্চগড়বাসী ও বিএনপিকে ছায়া দিয়ে রেখে ছিলেন তা চিরদিন পঞ্চগড়বাসী শ্রদ্ধাভরে স্মরন রাখবে।
পত্রিকা একাত্তর / সাদিয়া রাহমান