পঞ্চগড় জেলার বোদা পৌরসভার নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম বোদা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর অবধি। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর।
সবশেষ ২৯ ডিসেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে উত্তরের এই পৌরসভার নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পত্রিকা একাত্তর / শিশির আসাদ
আপনার মতামত লিখুন :