ডোমারে বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৮/১১/২০২২, ৫:৫৯ অপরাহ্ণ / ৯১
ডোমারে বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

“সিপাহি জনতা ঐক্যবদ্ধ সাতই নভেম্বর, গণতন্ত্রের লড়াই শুনেছি জিয়ার কণ্ঠস্বর”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই নভেম্বর) বিকালে উপজেলার দেবীগঞ্জ রোডের পাট গুদাম মাঠে ডোমার পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু।

আলোচনা সভায় ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানু, পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিমুন আহমেদ, পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেকিন আহমেদ সজিব, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. রাহিমুজ্জামান রূপক প্রমূখ।

পত্রিকা একাত্তর/রিশাদ