দিনাজপুর রেলওয়ে স্টেশনে চলছে অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২০ জুলাই, ২০২২, ১ year আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনে চলছে অবস্থান কর্মসূচি

কর্মসূচি পালনকারী ব‍্যক্তিবর্গের সংশ্লেষিত দাবিগুলো:

১. টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানি ঘটনার তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহণ করতে হবে।

২.যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজার প্রতিরোধ করতে হবে।

৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন - অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্ব সাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. যাত্রী চাহিদার সাথে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়ক সহ অন‍্যান‍্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স‍্যানিটেশন ব‍্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. ট্রেনে ন‍্যায‍্য দামে খাবার বিক্রি, বিনামুল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ব‍্যবস্থা নিশ্চিত করতে হবে।

আশা রাখা হয় অতিদ্রুত বাংলাদেশ রেলওয়ের অব‍্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা কর্মসূচির দাবি বাস্তবায়ন করে সুব‍্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

পত্রিকাএকাত্তর /রায়হানকবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news