শুভ জন্মদিন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ

আব্দুল আজিজ হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। তিনি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান। দেশের অসংখ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন, যুক্ত হয়েছেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও।

ছাত্রজীবন থেকেই গান, কবিতা ও গল্প লেখার প্রতি ঝোঁক ছিলো তাঁর। কবিতা লিখতেন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার তবে হলেন চলচ্চিত্র প্রযোজক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মার্স্টাস ডিগ্রি অর্জন করেছেন। এরপর নেমেছেন ব্যবসায়। আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

২০১২ সালে সিনেমা নির্মাণ শুরু করেন জাজ মাল্টিমিডিয়া। ইতোমধ্যেই ১৩টি সিনেমা যৌথ প্রযোজনাসহ ৪১টি চলচ্চিত্র মুক্তি দিয়েছে তারা। এসব সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে উপহার দিয়েছে বেশ কিছু নতুন মুখ। তাদের মধ্যে চিত্রনায়ক আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সায়মন সাদিক, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, পূজা চেরি, জিয়াউল রোশান, শিপন মিত্র অন্যতম।

এরপর অ্যানালগ সিনেমা হলগুলো ডিজিটাল করার ঘোষণা দিয়ে চলচ্চিত্র জগতে আলোড়ন তুলেন। তাঁর হাত ধরেই ঢালিউডে প্রথম ডিজিটাল সিনেমা ‘ভালোবাসার রঙ’ নির্মিত হয়, যদিও প্রথম ডিজিটাল নিয়ে কিছুটা বিতর্ক আছে।

আজ ৬ এপ্রিল জাজ মাল্টিমিডিয়া চেয়ারম্যান সফল প্রযোজক আব্দুল আজিজের জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news