৩০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগান নিয়ে মুখরিত হলো ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড।
১৫ জুলাই শনিবার বিকেল ৩ ঘটিকায় নগরীর সাগরিকা মোড় থেকে শুরু হয় ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের গণসংযোগ এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনের নৌকার প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতেখার সাইমুন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আ রা বিউটি সহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এর শতাধিক নেতাকর্মী, খোলা ট্রাক এ করে মহিউদ্দিন বাচ্চু সহ নেতাকর্মীরা ১১ নং ওয়ার্ড ঘুরে এলাকাবাসীর কাছে ভোট চাইলেন এবং সকলকে ৩০ তারিখ ভোট কেন্দ্রে আসার আহবান জানান।
আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে যে কথা বলেন তা বাস্তবায়ন করেন, তাই আগামী ৩০ জুলাই শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে।
মহিউদ্দিন বাচ্চু বলেন “আমি আপনাদেরই লোক, আমার চাওয়া-পাওয়া আপনাদের দোয়া-ভালোবাসা, আর ৩০ তারিখ সারাদিন আপনার ভোটটি নৌকায় দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাবেন। তারপর দায়িত্ব আমার আমি সারা জীবন আপনাদের সেবায় থাকবো”।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন