নীলফামারীর ডোমার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
শুক্রবার (১৪ই জুলাই) বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ডোমার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন এবং বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।
ডোমার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্যের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান জলিল, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম স্বপন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক পৌর সভাপতি কিরণ জাবেদ, যুগ্ম-আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সাব্বির হোসেন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আহ্বায়ক সুমন রেয়াজী, সদর ইউনিয়ন সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টিটুল প্রমূখ।
আলোচনা সভা শেষে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃবৃন্দকে সদস্য কার্ড প্রদান করা হয়। পরে, আগামী ১৮ই জুলাই নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করে নেতা-কর্মীরা।
পত্রিকা একাত্তর/ রিশাদ