চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা.শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার মিথ্যা বাজদের সরকার। এই সরকার দূর্নীতি বাজ সরকার।দূর্নীতি ও মিথ্যার আশ্রয় নিয়ে দুঃশাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে।দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এই সরকার ক্ষমতায় এসে এক দলীয় ভাবে দেশ চালাচ্ছে। এই সরকার আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। জেল, জুলুম, মিথ্যা মামলা যতই হউক না কেন, বিএনপির নেতা কর্মীরা রাজ পথে থাকবে। যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছে তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত মুক্ত করা হবে।
ঈদের প্রথম দিনে ধুনিরপুল ফালাহ্গাজি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন, ডি.সি রোড় রহমান ম্যানশনে কোরবানি পশু জবাই করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দ্বিতীয় দিনে শুক্রবার, সকাল ১১ টায় থেকে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃশামীম, মোঃ জাহাঙ্গীর, মোঃ নজরুল, মোঃ নবী, মোঃ জহির মোঃ আল আমিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃ ফাহিম, মোঃ রুবেল, মোঃ নজরুল, মোঃ মানিক, মোঃ ইকবাল, মোঃ ইরফান, মোঃ মাহবুব, মোঃ মাসুম, মোঃ ইমন এবং ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কারাবন্দি মোঃ মিজানসহ ১৭ জন কারাবন্দী পরিবারের খোঁজ নিতে তাদের পরিবারের সাক্ষাৎ করেন এবং কারাবন্দী নেতাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বের করে আনার আশ্বাস প্রদান করেন।
তিনি আজ ঈদের তৃতীয় দিনে পূর্ব ষোলশহর ও চাঁদগাও থানার কারাবন্দি মোঃ নওশাদ, মোঃ সাইদ ইসলাম বাপ্পি, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ বশির পরিবারের খোঁজ নিতে বাসায় গেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এমনিতেই অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরো দুর্ভোগ তৈরি করছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, সমন্বিত রূপরেখা ছাড়া কোনো নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে না।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বর্তমানে বাজারে অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। গরীব, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষের জীবনে আজ নাভিশ্বাস ওঠেছে। এর উপরে যদি হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয় তাহলে নগরবাসীর দুর্ভোগ আরো বেড়ে যাবে। বাজারে মুনাফাখোর সরকারের এই সিন্ডিকেট মানুষের জীবনের সুখশান্তি, রাতের ঘুম কেড়ে নিয়েছে। অথচ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তারা আছে উন্নয়নের মিথ্যা ফাঁকা বুলি নিয়ে। উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরাই শুধু পকেট ভারি করছে। চট্টগ্রামবাসীর কল্যাণে তারা কোনো কাজ করছে না। নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, বিএনপি নেতা মোঃ এম, আই চৌধুরী মামুন, নবাব খান, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর, মোঃ আজিজ, একে খান, ইউনুস চৌং হাকিম, হাজী ছবুর, মোঃ সেকান্দর, আবদুল্লাহ আল ছগির, হাজী মহিউদ্দিন, ইয়াকুব চৌং নাজিম,মোঃ এমরান, নাজমুল হক নাজ, মোঃ আমিন, মো এটিএম ফরিদ, মোঃ সাইফুল, হাজী ইউনুস, আসাদুর রহমান টিপু, মোঃ লেলু, মোঃ মুছা, নুরুউদ্দিন, রেজিয়া বেগম মুন্নি, কামরুন্নেসা, মোহাম্মদ সেলিম, গুলজার হোসেন লেদু, জাহাঙ্গীর, স্বপন , মোঃ হানিফ, মোঃ দুলাল, বারেক, কালু, ফারুক, মোবারক, মানিক, জাকির, অপু প্রমূখ।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন