বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখার উদোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক ী পালন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকাল ৪টায় বটিয়াঘাটা বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটা উপজেলা শাখা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীলিপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করের আলী’গ নেতা পলাশ রায়, মানষ পাল, চেয়ারম্যান ও যুবলীগ নেতা মিজানুর রহমান গোলদার মিলন, সেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা আমিরুল মোমেনিন রানা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, বিশিষ্ট শিল্পপতি মোতাহার রহমান শিমু, আব্দুল আহাদ, আওয়ামী লীগনেতা মোহাম্মদ আলী মির, মুশিবুর রহমান, অরিন্দম গোলদার, মিজানুর রহমান মিজান সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল প্রদান করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন বটিয়াঘাটা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাহবুবুর রহমান।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম