ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের এক অসহায় কৃষকের ৩০শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের কৃষক লিয়াকত আলীর জমির ধান কেটে বাড়িতে তুলে দেন তারা। ধান কেটে দেয়ায় খুশি কৃষক লিয়াকত আলী।
সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাইস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। লিয়াকত আলী শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা ছাত্রলীগ প্রতিটি সময় অসহায় মানুষের পাশে আছি থাকবো।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন,সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাইস,সাধারণ সম্পাদক রিশাদুরজামান রিশাদ সহ ওই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন