গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা


উপজেলা প্রতিনিধি, গৌরীপুর প্রকাশের সময় : ১৭/০৫/২০২৩, ৫:০২ অপরাহ্ণ /
গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  আলোচনা সভা

ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে পৌর শহরের উত্তর বাজার মোড়ে সংগঠনের কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ শিল্পপতি বাবু সোমনাথ সাহা।

গৌরীপুর শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু ফকির, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক নেতা নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্র লীগের সভাপতি আল ইকরাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।

আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তৎকালীন শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে আসতে দেয়নি। পরবর্তীতে ১৯৮১ সালের ১৭ মে তিনি সকল বাঁধা অতিক্রম করে দেশে ফিরে আসেন। দেশের লাখ লাখ সাধারণ মানুষ সেদিন ঢাকার রাজপথে তাঁকে বরণ করে নেয়।

পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির