মওদুদ আহমদের স্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ২৩/০৪/২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ /
মওদুদ আহমদের স্ত্রীর নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছো বিনিময় করেছেন।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের সর্বস্তরের মানুষের সাথে তিনি এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা সহ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সাথে হাসনা মওদুদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার) দলীয় নেতাকর্মিদের মাঝে ঈদ উপহার সহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ