ডোমারে ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তের মাধ্যমে পুনরায় কমিটি গঠনের দাবী জানিয়েছে ইউনিয়ন ছাত্রলীগের একাংশ।

গত ২৩ ফেব্রুয়ারী আহসান হাবীব (পলাশ) কে সভাপতি ও মো. আসাদুজ্জামান (রাশেদ) কে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কমিটির সভাপতির বর্তমান বয়স ২৯ বছর ৩ মাস ৮ দিন। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুয়ায়ী, ২৯ বছরের বেশী বয়স হলে ছাত্রনেতা হতে পারবে না বলে সু-স্পস্ট উল্লেখ রয়েছে।

সভাপতির বয়স তিন মাস বেশি থাকার পরেও কমিটিতে সভাপতি নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফ রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের একদিন পার হলে, সে আর ছাত্রলীগ করতে পারবে না। কিন্তু সদ্য ঘোষিত জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে সভাপতি আহসান হাবীব (পলাশের) বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ২৯ বছরের বেশী। বয়স শেষ হওয়ার পরেও কি কারণে উপজেলা সভাপতি ও সম্পাদক পলাশকে সভাপতি করে কমিটি অনুমোদন দিলেন তা বুঝে আসছে না।

এ ব্যাপারে মো. আহসান হাবীব (পলাশ) বলেন, আমি উপজেলা সভাপতি ও সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। সেখানে আমার সকল কাগজপত্র দেওয়া ছিলো। আমি বর্তমানে দেবীগঞ্জ সরকারী কলেজের অনার্স (সমাজবিজ্ঞান) বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষার্থী। বয়সের ব্যাপারে কারো কোন অভিযোগ ছিলো না। সকল কাগজপত্র দেখে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক আমাকে সভাপতি করে ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেন।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক বলেন, বয়স বেশির বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত কমিটি করে দেওয়া হবে। সত্যতা মিললে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় বলেন, যারা কমিটিতে আসতে পারে নাই তারা অপপ্রচার চালাচ্ছে। যদি বয়স বেশি হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news