জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুর সদরে দুই ইউপির সম্মেলন। তবুও কমিটি গঠন করতে পারেনি উপজেলা আওয়ামীলীগ। এই নিয়ে দুই ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রদ প্রত্যাশী একাদিক নেতা জানান,দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি গঠন করে যেতে পারেনি আওয়ামীলীগের শীর্ষ নেতারা।
এদিকে সম্মেলনের পর কমিটি ঘঠন না হওয়ায় হতাশা বিরাজ করছে দুই ইউনিয়নের শত শত নেতাকর্মীর মাঝে। আগামী জাতিয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে গোপন ব্যালটের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচনের দাবি তাদের।
বুধবার ও বৃ্হস্পতিবার সম্মেলন করে সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ এবং ১৫ং লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী, লক্ষ্মীপুর- ৩ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শাহজাহান কামাল এমপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :