হরিণাকুণ্ডুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরুষ্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হরিণাকুণ্ডুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরুষ্কার বিতরণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে রাত ১২ টা ১মিঃ এ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ।

ভোর বেলাতে প্রভাতফেরীতে অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ, পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ, রেজীষ্ট্রি অফিস,কৃষি অফিস,উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতাল, হরিণাকুণ্ডু প্রেসক্লাব, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আবুল কালাম আজাদ,জাহিদুল ইসলাম বাবু মিয়া, এ্যাডঃ বজলুর রহমান, শরাফত দৌলা ঝন্টু, বসির আহমেদ, মঞ্জুর রাশেদ। সাবেক মৈত্রী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

প্রভাতফেরী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শরাফত দৌলা ঝন্টু, প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরেজ সালাউদ্দীন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুজ্জামান তাজু সহ অনেকে। আলোচনা শেষে একুশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশু কিশোর সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, প্রকল্প বাস।তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, সুপার ভাইজার লুৎফর রহমান, ইমাম সমিতির সভাপতি মাও ময়নদ্দীন আহমেদ, উপস্থিত ছিলেন। এমসি আল-আমীন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জিসি আলামীন,এনামূল ইসলাম সহ বিভিন্ন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষক।

এছাড়াও পৌরসভাতে মেয়র ফারুক হোসেনের সভাপতিত্ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী রাশেদ আলী খান,প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান। প্রধান অফিস সহকারী মকবুল হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নিখিল হালদার,আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, বাবুল আক্তার, আবু আসাদ রুনু, হাসেম আলী, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পত্রিকা একাত্তর/ উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news