উখিয়ায় র‍্যাবে'র অভিযানে ১৯১ ভরি স্বর্ণসহ ১ চোরাকারবারি আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

উখিয়ায় র‍্যাবে'র অভিযানে ১৯১ ভরি স্বর্ণসহ ১ চোরাকারবারি আটক

র‍্যাব-১৫ কক্সবাজার উখিয়ায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাই পথে আনা ১৯১ ভরি ৬ আনা স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি টেকনাফের হোয়াইক্যং মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র করম আলী ওরফে করিম (৩৭)। ১৬ ফেব্রুয়ারী (বুধবার) সকালে উপজেলার পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় যা আজ ১৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) র‍্যাব এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করে।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বলেন, সরকারী শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার থেকে চোরাকারবারিরা স্বর্ণের বড় একটি চালান আনছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল উপজেলার পালংখালী এলাকায় বিশেষ কৌশলে চেকপােস্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করা কালীন এক ব্যক্তি র‍্যাবকে দেখে দ্রুত চেকপােস্ট এলাকা থেকে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৬ টি স্বর্ণের বার, ৪ টি নেকলেস, ৩৩ টি গলার চেইন, ১৭ টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫ টি লকেট, ১২ টি নাকফুল, ১৬ টি আংটিসহ সর্বমােট ১৯১ ভরি ০৬ আনা স্বর্ণালংকার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪শ ৫৯ টাকা। এ উদ্ধারকৃত স্বর্ণের বার ও অলংকারের বিপরীতে তার নিকট বৈধ কাগজপত্র চাইলে সে দেখাতে ব্যর্থ হয়।

তিনি আরো বলেন,আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news