ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে সিলসিলায়ে ফুরফুরার অবদান অপরিসিম

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে সিলসিলায়ে ফুরফুরার অবদান অপরিসিম

বিশকুটি ছাহেব কিবলা রহ.এর নাতি মাওঃ আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ ছাহেব ২ দিনের ইসলামি দাওয়াতি সফরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে শাহ মশহুদ বিশকুটি রাহঃ ও ছাহেব ক্বিবলাহ বিশকুটি রাহঃ এর খলিফা শাহ সুফি মাস্টার আব্দুল হাশেম ছাহেব রাহঃ এর ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত হয়ে সভাপতির বক্তব্যে বলেন- ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদে বালাকোট সায়্যিদ আহমদ রাহঃ এর রুহানি সন্তান সিলসিলায়ে ফুরফুরা ও সিলসিলায়ে জৈনপুর এর অবদান অপরিসীম।

বিশেষ করে বৃহত্তর নেত্রকোনায় সিলসিলায়ে ফুফুরার উজ্জ্বল নক্ষত্র শাহ মশহুদ রাহিমাহুল্লাহ ও ছাহেব ক্বিবলাহ বিশকুটি রাহিমাহুল্লাহ এর অবদান অনস্বীকার্য। উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা নিজাম উদ্দিন বিশকুটি রহ. এর সুযোগ্য নাতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ ছাহেব গত ১৫ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ২ দিনের ইসলামি দাওয়াতি সফরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ,জালালপুর, দাসপাড়া সফর করেন। দীর্ঘ এক যুগ পর মোহনগঞ্জ বাসী তাদের মুর্শিদের উত্তসূরীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়।

এ সময় তিনি ঈসালে সাওয়াব মাহফিল, ইসলামি জলসা ও মাহফিলে মিলাদে মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মাদরাসা,খানকাহ, মসজিদ এবং স্কুল সফর করেন। উনার সফর সঙ্গী হিসেবে কুলাউড়া থেকে ছিলেন হিংগাজিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি গোলাম সারওয়ার খান, নিজামীয়া স্মৃতি পরিষদের সভাপতি মাওঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মাওঃ সোয়েব আহমদ, সদস্য মখলিস আহমদ।

মোহনগঞ্জ থেকে সাথে ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, মাওঃ কাজী কামরুল ইসলাম, কাজি মাওঃ মতিউল্লাহ নিজামী, মাওঃ আব্দুল মুমিন, সৈয়দ তপন, মাওঃ ফখরুল ইসলাম শিবলী প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মো: রেজাউল ইসলাম শাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news