রাণীশংকৈল থানা পুলিশের উদ্যেগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

১৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

রাণীশংকৈল থানা পুলিশের উদ্যেগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাদক, জঙ্গিবাদ, চুরি, নারী ও শিশু নির্যাতন মুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ" শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ফ্রেরুয়ারী) বিকালে থানা প্রশাসনের আয়োজনে জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উম্মুক্ত জবাবদিহি মূলক অনুষ্ঠান থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবালের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় উন্মুক্তভাবে উপস্থিত সকলের নানা সমস্যার প্রশ্নের সরাসরি উত্তর দেন তিনি।

থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখের অনুষ্ঠান পরিচলনায় ওপেন হাউজ ডে' সভায় মতামত তুলে ধরে আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক উপজেলা কমিনিউটি পুলিশিংডে'র সভাপতি আহম্মেদ হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলর, শিক্ষক, রাজনীতিবীদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ,

আনসার গ্রাম পুলিশ,প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ওপেন হাউজ ডে" অনুষ্ঠানে অনেকেই তাদের বক্তব্যে বলেন নানা ধরনের মিথ্যা হয়রানি মূলক মামলা, উপজেলার নেকমরদে যানজট, মাদক নিরসনে কার্যকরী পদক্ষেপ, জুয়া খেলা নির্মুল , চুরি রোধে আইনি প্রতিকার সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে থানা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর আহবান জানান।

অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ৬০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/আনোয়ার হোসেন আকাশ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news