চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় নোটিশ পাঠিয়েছে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

চিত্রনায়ক দেবকে গরু পাচার মামলায় নোটিশ পাঠিয়েছে

দীপক অধিকারী (দেব) একজন ভারতীয় বাংলা টলিউড চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেছেন।

বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে কয়লা এবং গরুপাচার কাণ্ডের তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে নোটিশ পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতার দপ্তরে দেবকে হাজিরা দিতে বলা হয়েছে।

সেই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জেরা করেছে সংস্থা। কয়লা ও গরুপাচার মামলায় পুলিশের কয়েকজন কর্তা ও ইনস্পেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। দেব কীভাবে এই কাণ্ডের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। তবে অতীতে একাধিক সাক্ষীর বয়ান থেকেই দেবের নাম উঠে এসেছে। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি নোটিস গেছে দেবের কাছে। তবে নোটিসে গরুপাচার কাণ্ডের সঙ্গে দেবের সম্পর্কের কোনও ব্যখ্যা দেওয়া হয়নি। এই বিষয়ে দেব নিজেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news