বাজারের নিরাপত্তা জোরদার করতে নৈশ প্রহরিদের সাথে আলোচনা

রাজশাহী জেলা প্রতিনিধি

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

বাজারের নিরাপত্তা জোরদার করতে নৈশ প্রহরিদের সাথে আলোচনা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিরাপত্তা জোরদার করতে নৈশপ্রহরীদের পোশাক সহ বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চার টার সময় আড়ানী বাজার চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাজারের নৈশ প্রহরী জহির আলী, কবির আলী, জাহাঙ্গীর আলম, ফকির আলী ও নাজিম আলী সহ মোট ৫ জনের প্রতি জন কে এক সেট পোশাক, ১টি ছাতা, ১টি টর্চ লাইট, ১টি বাঁশী ও ১টি রেজিস্ট্রার খাতা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নৈশপ্রহরীদের মাঝে প্রদানকৃত উপকরণ বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রতিটি নৈশপ্রহরীর উচিৎ সকল উপকরনের সঠিক ব্যবহার করা। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশ মোতাবেক রাত ৮ টা বাজলেই প্রতিটি দোকান বন্ধের নির্দেশ দেন তিনি।

অপর দিকে বাজারের ছোট বড় সকল ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে নৈশপ্রহরীদের সজাগ দৃষ্টি রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি সঠিক ভাবে বাজার পরিচালনা ও নিরাপত্তা জোরদার করতে বাজার বনিক সমিতির কমিটির আলাদা আলাদাভাবে তিনটি অংশে ভাগ করে শক্তিশালী মূল কমিটি নির্বাচনের বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ, আলহাজ্ব আফাজ উদ্দিন, ওয়াজ আলী, তানভীর আলী, উজ্জ্বল আলী, সুনীল কুমার, জমীর উদ্দিন ও নূর মোহাম্মদ সহ বাজারের সকল ব্যাবসায়ী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইসলামী এজেন্ট ব্যাংক আড়ানী শাখার পরিচালক আরিফুল ইসলাম।

পত্রিকাএকাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news