ইউনিয়ন প্রাণি সম্পদ সেবা টিমের অফিস উদ্বোধন

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৪ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ইউনিয়ন প্রাণি সম্পদ সেবা টিমের অফিস উদ্বোধন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়ন প্রানী সম্পদ সেবা টিমের অফিস উদ্বোধন উপলক্ষে খামারকান্দী ইউনিয়ন পরিষদ হলরুমে ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে এক আলোচনা সভা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিবর রহমান এমপি। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডঃ মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম তালুকদার, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, খামারকান্দী ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন মোহসীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি। উপজেলা প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা শানজিদা হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খামারী নজরুল ইসলাম বাবু ও শাহনাজ পারভীন।

এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ খামারকান্দী ইউনিয়ন প্রানী সম্পদ সেবা টিমের অফিস উদ্বোধন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ বলেন প্রানী সম্পদ সেবা টিমের মাধ্যমে সাধারণ মানুষ ও খামারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন থেকে উপজেলার দশটি ইউনিয়নে প্রানী সম্পদ সেবা টিমের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news