ইটপাটকেল ও লাঠি চার্জে নেত্রকোণায় রণক্ষেত্র

নেত্রকোণা জেলা প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ইটপাটকেল ও লাঠি চার্জে নেত্রকোণায় রণক্ষেত্র

আজ ১লা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি''র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাস্তা অবরোধ করে মিছিল মিটিং করছিল নেত্রকোণা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। এ সময় পুলিশ রাস্থার যানযট কমানোর চেষ্টা করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।

পরে পুলিশের বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ তুঙ্গে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়। উক্ত সংঘর্ষে বিএনপির ৩৫ নেতাকর্মী আহত হয়েছে পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি আজ সকাল ১০ঃ০০টায় নেত্রকোণা ছোট বাজার দলীয় কার্যালয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে।

এক পর্যায়ে দলীয় কার্যালয় ছাড়িয়ে আশপাশের রাস্তা বিএনপি নেতাকর্মীদের দখলে চলে যায়।এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে হওয়ার উপক্রম হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে রাস্তা ছেড়ে দলীয় কার্যালয়ে ভিতরে যাওয়ার নির্দেশ প্রদান করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে এবং পুলিশের ওপর চড়াও হয়। শেষ পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠি চার্জ শুরু করে।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচী পালন কালে পুলিশ বিনা উস্কানীতে দলীয় নেতাকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে ১২ জন রাবার বুলেট বিদ্ধসহ ২৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অতিরিক্ত পুুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে স্লোগান দিচ্ছিল।

রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলের স্বার্থে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলি। বিএনপির নেতাকর্মীরা রাস্তা না ছাড়ায় তাদের উপর মৃদু লাঠি চার্জ করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে। বিএনপির নেতাকর্মীদের ছুড়া ইট পাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পত্রিকা একাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news