মেয়র দানু সহ দুই ব্যাংক কর্মকর্তার নামে দুদকের মামলা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

মেয়র দানু সহ দুই ব্যাংক কর্মকর্তার নামে দুদকের মামলা
ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু

নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র ইট ভাটার মেশিন ও মালামাল চট্টগ্রাম বন্দরে এনে উত্তোলন না করায় পোর্ট ড্যামারেজ ও শুল্ককর বাবদ ৩১ কোটি ১০ লাখ সহ ঋণ আদান-প্রদানে অনিয়মের কারণে মেয়র ও দুই ব্যাংক কর্মকর্তার নামে যৌথভাবে মোট ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের মামলা করেছে দুদক।

মঙ্গলবার (২৩শে আগস্ট) রংপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করেন। যার মামলা নং-০৪ (নীলফামারী)।

মামলাটির আসামিরা হলেন—শাওন অটো ব্রিকস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ডোমার পৌরসভার মেয়র মো. মনছুরুল ইসলাম দানু, অগ্রণী ব্যাংকের নীলফামারী শাখার সাবেক ব্যবস্থাপক রথীন্দ্র নাথ সরকার, অগ্রণী ব্যাংকের ডোমার শাখার সাবেক ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা যায়, শাওন অটো ব্রিকস লিমিটেডের নামে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নেন মনছুরুল ইসলাম দানু। ঋণের মঞ্জুরীপত্রের শর্ত অনুযায়ী ঋণের ১ম কিস্তি বিতরণের পর উক্ত পরিমান অর্থের ব্যবহার বিষয়ে নিশ্চিত হওয়ার পর ২য় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা রথীন্দ্র নাথ সরকার ও শফিকুল ইসলাম নির্দেশনা পালন না করে ঋণ গ্রহিতার চাহিদা মোতাবেক মঞ্জুরীকৃত ঋণের সমুদয় টাকা বিতরণ করে অপরাধমুলক অসদাচরণের মাধ্যমে চলতি বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত ব্যাংকের সুদ-আসলে পাওনা ২৩ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতিসাধন করেন যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, ঋণ গ্রহিতা মেয়র দানু এলসির মাধ্যমে বিগত ২০১৬ সালের ২৩ জুন ও একই বছরের ১৩ আগস্ট মালামাল আমদানী করলেও বন্দর থেকে উত্তোলন না করায় চলতি বছরের ৩১ জানুয়ারী অব্ধি চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের পোর্ট ড্যামারেজ বাবদ ২৭ কোটি টাকা এবং শুল্ককরাদি বাবদ ৪ কোটি ১০ লাখ টাকা সহ মোট ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করেন যা সরকারি অর্থ আত্মসাতের শামিল।

মামলার নথিপত্রে আরও বলা আছে, আসামিরা পরস্পর যোগসাজশে অগ্রণী ব্যাংকের নীলফামারী শাখা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধন করে আত্মসাৎ করায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ধারা-৪০৯, ৪২০, ১০৯ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, মেয়র মনছুরুল ইসলাম দানু ও অগ্রনী ব্যাংকের নীলফামারী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক রবীন্দ্র নাথ ও ডোমার শাখার শফিকুল ইসলাম বিরুদ্ধে যৌথভাবে ২৩ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাৎ অভিযোগ উঠেছে। এছাড়াও মনছুরুল ইসলাম মালামাল আমদানি করলেও বন্দর হতে উক্ত মালামাল গ্রহন না করায় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে সরকারি অর্থ আত্মসাতের শামিল হয়েছেন। সবকিছু খতিয়ে দেখার পর দুদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গতঃ আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বর্তমানে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র। তিনি তৃতীয় বারের মতো পৌরসভাটির মেয়রের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি ডোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন কয়েকবার।

পত্রিকা একাত্তর/এআরআর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news