শিক্ষক হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

শিক্ষক হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

ঢাকা সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর মারধরে উৎপল কুমার সরকার নামের শিক্ষকের মৃত্যুর ঘটনা ও নড়াইল মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে শারীরিক ও মানসিক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছেন. চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম অনার্স কলেজ, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় ও রসুলপুর ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।

(২৪জুলাই) রবিবার সকালে কলেজের সামনে মেইন সড়কে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক মাকসুদুর রহমান রুবেল, মাহমুদুল হাসান শামীম, শাহিন আলম, মাকসুদুর রহমান হাসান, ফারুক, ইউসুফ, আবদুর রব, ইব্রাহিম প্রমুখ। বক্তব্যে বলেন, শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাসহ দেশে শিক্ষক লাঞ্চনা ও নির্যাতনের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষক হেনস্তা ও নির্যাতন বন্ধ করা এবং শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য,গত শনিবার (২৫ জুন) হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক উৎপল কুমার। এ সময় শিক্ষক উৎপল কুমারকে ওই স্কুলের ছাত্র বখাটে জিতু সবার সামনে ক্রিকেট স্টাম্প দিয়ে মাথা ও পেটে বেধড়ক আঘাত করে রক্তাক্ত করেন।

শিক্ষক উৎপল কুমারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গত সোমবার ২৫ জুন ভোর সাড়ে পাঁচটার দিকে না ফেরার দেশে চলে যান শিক্ষক উৎপল কুমার। এছাড়াও নড়াইল মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে শারীরিক ও মানসিক লাঞ্ছনার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পত্রিকাএকাত্তর /শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news