নীলফামারীর ডোমার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—২নং কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন। এতে সভাপতিত্ব করেন—ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জিয়ারুল কবীর (জিয়া)।
কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আলম , ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মতিনুল ইসলাম জুয়েল, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মুক্তা বেগম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (মহব্বত), সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ সহ ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :