নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও শ্রী শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, আলাল শেখ গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন প্রমূখ।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন