জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মে, ২০২২, ১ year আগে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার মাধবপুর ও হাসাদহ এলাকায় ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে সোমবার (২৩শে মে) দুপুর ১২ টার সময় মাধবপুর ও হাসাদহ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযানে মাধবপুর বাজারে মেসার্স জুবায়ের ফার্মেসির মালিক মোঃ আতিকুল ইসলাম রুবেলকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ভ্যারাইটিজ স্টোর এর মালিক মোঃ জুয়েলকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৬ হাজার টাকাসহ ০২টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পত্রিকা একাত্তর /মোঃ তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news