নড়াইলে কৃষি ব্যাংকের ব্যতিক্রমী ‘মধুমেলা’ অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রতিনিধি

২৩ মে, ২০২২, ১ year আগে

নড়াইলে কৃষি ব্যাংকের ব্যতিক্রমী ‘মধুমেলা’ অনুষ্ঠিত

কৃষি ঋণ আদায়-বিতরণে জ্যৈষ্ঠ মাস ‘মধু মাস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল শাখা কর্তৃক এক ব্যতিক্রমধর্মী ‘মধু মেলার’ আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির খেলাপী ঋণ আদায় এবং প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছেন।

সোমবার (২৩ মে) সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী ব্যাংকের শাখা কার্যালয়ে এই ঋণ আদায়-বিতরণের মধ্য দিয়ে এ ‘মধু মেলা’ পালন করা। এ সময় খেলাপী ঋণ পরিশোধকারী এবং কৃষি ঋণ গ্রহণকারী উভয় গ্রাহকদের ‘মধু মাস’ উপলক্ষে দেশীয় ফল দিয়ে অ্যাপায়ন করা হয়। এই ‘মধু মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (এজিএম) ফ.ম.খলিলুর রহমান।

ব্যাংকের নড়াইল শাখার ব্যবস্থাপক শুকদেব কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মধু মেলা’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা (এজিএম) হাওলাদার আমজাদ হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আহাদ আলী খান, মো, জোনায়েদ হোসেন,কর্মকর্তা মকসেদুর রহমান নয়ন,প্রদীপ কুমার মল্লিক,দেবরাজ কুমার ঘোষাল প্রমূখ।

অনুষ্ঠানে ঋণ বিতরনের পাশাপাশি খেলাপী ঋণগ্রহীতাগণ স্বতঃস্ফূর্তভাবে ঋণের টাকাও পরিশোধ করেন।

পত্রিকা একাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news