patrika71
ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর গোয়ালন্দের পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
জুন ২০, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

২০ জুন ২০২৩(মঙ্গলবার) গোয়ালন্দ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘোষণা করা হয়। গোয়ালন্দ পৌরসভার দ্বিতীয় তলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এখানে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পৌরসভার সচিব মো. রুহুল আমিন বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে মোট রাজস্ব বাজেটে রাজস্ব আয় ৪ কোটি ৮ লক্ষ ১৫ হাজার টাকা, মোট রাজস্ব ব্যয় ৩ কোটি ৯৩ লক্ষ ১৫ হাজার টাকা, মোট রাজস্ব উদ্বৃত্ত ১৫ লক্ষ টাকা, মোট উন্নয়ন আয়( প্রকল্প সহ) ৫১ কোটি ১ লক্ষ ৫৬ হাজার ১ শত ১৫ টাকা, মোট উন্নয়ন ব্যয় (প্রকল্প সহ) ৫১ কোটি ৫০ হাজার টাকা, মোট উন্নয়ন উদ্বৃত্ত (প্রকল্প সহ) ১ লক্ষ ৬ হাজার ১শত ১৫ টাকা, মোট মূলধন আয় ৪৬ লক্ষ ৩৭ হাজার ৮৬৪ টাকা, মোট মূলধন ব্যয় ২০ লক্ষ টাকা, মোট মূলধন উদ্বৃত্ত ২৬ লক্ষ ৩৭ হাজার ৮ শত ৬৪ টাকা সর্বমোট প্রস্তাবিত বাজেট ৫৫ কোটি ৫৬ লক্ষ ৮ হাজার ৯৭৯ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হালিম মিয়া, গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারানা হক, ৯ টি ওয়ার্ড কাউন্সিলর ও ০৩ জন মহিলা ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন সরকারি – বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ, পৌরসভার বিভিন্ন শ্রেণীর নাগরিক ইলেকট্রন ও মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

এ সময় পৌরসভার বিভিন্ন শ্রেণীর নাগরিক বক্তব্য রাখেন তাদের নিজ নিজ এলাকা কিভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে পৌর মেয়রের কাছে সমস্যার কথা গুলো তুলে ধরেন।

পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা