বিজ্ঞান অলিম্পিয়াডে লালমনিরহাট জেলার মধ্যে (সিনিয়র ও জুনিয়র গ্রুপ মিলে) হাতীবান্ধার একমাত্র আবাসিক প্রতিষ্ঠান নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৩ জন ও কালেক্টরেট স্কুলের ১ জন এবং কুইজ পর্বে একমাত্র নর্থল্যান্ডের ৩ জন বিভাগের ৮ জেলাকে পিছনে ফেলে জাতীয় পর্যায়ে চলে গেল।
এই জয় আমাদের গোটা জেলার ।এর আগেও একাধিকবার বিভাগের গন্ডি পেরুতে পারেনি প্রতিষ্ঠানটি।কিন্তু এবারে একাধারে দুইটি ইভেন্টেই নর্থল্যান্ড জাতীয় তে চলে যাবে কখনোই ভাবতে পারেন নি এলাকাবাসী । সবই মহান আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা,,বললেন প্রতিষ্ঠানটির পরিচালক। সেইসাথে এলাকার সকলের ভালবাসাই আমাদের
কে এতদুর নিয়ে গেছে। সবার কাছে দোয়া চেয়েছেন যেন জাতীয় পর্যায়ে এলাকার সন্তানেরা সাফল্য লাভ করে।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান