চিত্রনায়ক শফিউর রহমান সানি আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২২ মার্চ, ২০২২, ২ years আগে

চিত্রনায়ক শফিউর রহমান সানি আর নেই
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক শফিউর রহমান সানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শনিবার ১৯ মার্চ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শফিউর রহমান সানি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ফজল হকের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নব্বই দশকে সানির প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘ববি’ ও ‘নতিজা’। সিনেমা দুটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাফল্য পান। এরপর তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।

এছাড়া সানি নবম জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৭ মির্জাপুর আসনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হিসেবে গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে আশির দশকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সানি বেশকিছু দিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার ২০ মার্চ দুপুর বারোটার দিকে পাথরঘাটা গ্রামে নামাজে জানাজা শেষে তাকে আগলাচালা কবরস্থানে সমাহিত করা হয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news