কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে ১লা মে ২০২৩ সোমবার বেলা ৯ টায় ডিসি কোর্ট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে র্যালি জেলা শিল্পকলা একাডেমীতে প্রবেশ করে। পরে শিল্পকলা একাডেমীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ জহিরুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়া আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় শ্রমিকদের অধিকার ও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কল কারখানার মালিক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :