প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশের সকল উপজেলায় চতুর্থ ধাপের ৩৯ হাজার ৩শ’ ৬৫টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেন।
একই সাথে তৃতীয় পর্যায়ে উপজেলার চারটি ইউনিয়নে আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর করা হয়। তার মধ্যে গুলিশাখালী ইউনিয়নে ১৬টি,হলদিয়ায় ৮টি, কুকুয়া ৮টি,আঠারোগাছিয়া ৮টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এর আগে ১৫০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘড় বুঝিয়ে দেয়া হয় তৃতীয় পর্যায়ের আরও ৪০টি পরিবারকে ঘড়ের চাবি, সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।আমাদের ৭৫টি ঘরের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা তিনটি হলো, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর সরাসরি আমতলী উপজেলা পরিষদের মিলনায়তনে সম্প্রচারের আয়োজন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান, সদ্য নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জি এম ওসমানী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও ডাঃ ইরাম হোসেন,আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ সরকার, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, সমাজ সেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার,উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রাসেল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ভূমিহীন-গৃহহীন মানুষের হালনাগাদ তথ্য সংগ্রহ করে প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষকে বিনামূল্যে পরিবারভিত্তিক স্বামী-স্ত্রী’র যৌথ নামে ২ শতাংশ জমির মালিকানার দলিল ও নামজারি সম্পাদন করে দেওয়া হয়। এই জমিতে সম্পূর্ণ সরকারি খরচে ২ কক্ষ, প্রশস্ত বারান্দা, একটি স্যানিটারি টয়লেট ও একটি রান্নাঘর সম্বলিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ডিজাইনের একটি অনন্য সাধারণ গৃহ নির্মাণ করে দেওয়া হয়।
পত্রিকা একাত্তর/ মনিরুল ইসলাম