বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা’ এর কাব শাখার নৃত্য বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে স্কাউটসের দিনাজপুর অঞ্চলের কাব স্কাউট মনীষা রায় ঐশী।
ঢাকায় জাতীয় স্কাউট ভবনে অনুষ্ঠিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা’ এর নৃত্য বিভাগে অংশগ্রহণ করে রংপুর বিভাগের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করে মনীষা। গত ১২ই মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফলাফলে প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার তকমা অর্জন করে সে।
মনীষা রায় ঐশী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের কল্যাণ রায় ও চামেলী রাণী রায় দম্পতির কন্যা। সে দেবীগঞ্জ শিল্পকলা একাডেমিতে নিয়মিত নৃত্যচর্চা করেন। দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে দেশসেরা নির্বাচিত হওয়ায় আনন্দিত তার পরিবার, এলাকাবাসী, স্বজন ও সাংস্কৃতিক অঙ্গনের সকলেই।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ও নীলফামারী জেলার ডোমার উপজেলার নৃত্যাঙ্গনের পরিচিত মুখ মোঃ ফেরদৌসের কোরিওগ্রাফিতে জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মনীষা। তার সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নৃত্য প্রশিক্ষক ফেরদৌস।
তিনি বলেন, মনীষা রায় ঐশী একটি উজ্জ্বল প্রতিভার নাম। নৃত্য বিষয়ে মনীষার প্রচণ্ড আগ্রহ রয়েছে। সে জাতীয় পর্যায়ে ১ম হওয়ায় শুধু তার এলাকা পঞ্চগড় জেলার সুনাম কাড়ে নি, বরং উত্তরবঙ্গের সুনাম অর্জন করে এনেছেন। তার এই সাফল্যে আমরা অনেক আনন্দিত। তার জন্য শুভকামনা রইলো।
এবিষয়ে দেশসেরা ক্ষুদে নৃত্যশিল্পী মনীষা রায় ঐশী বলেন, বাবা-মায়ের অনুপ্রেরণায় এতদূর এসেছি। আমার গুরু ও নৃত্য প্রশিক্ষক ফেরদৌস স্যার, আনিস স্যার, ফেরদৌসী ম্যাডাম সহ যারা আমাকে সাহস জুগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :