প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

২ মার্চ, ২০২২, ২ years আগে

প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সায়েমা বেগম দীর্ঘ প্রায় ২৬ বছরের চাকরি জীবনের ইতি টানলেন।

এ উপলক্ষে বুধবার (২রা মার্চ) যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিদায়ী সংবর্ধনা। অধ্যাপক সায়েমা বেগম সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পান ২রা এপ্রিল ২০১৫ সালে, তখন তিনি ছিলেন সহযোগী অধ্যাপক। পরবর্তীতে ২০ আগস্ট ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেলে দ্বিতীয় মেয়াদে বিভাগীয় প্রধানের দায়িত্ব লাভ করেন।

শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরশাদ হোসেন চৌধূরি এবং সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান। সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে আলাদা দুইটি মানপত্র এবং ক্রেস্ট বিদায়ী গুরুজনকে উপহারস্বরুপ দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে এসে আবেগে আপ্লূত হয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক সায়েমা বেগম চাকরির প্রথম দিনের মধুর স্মৃতি চারণ করেন এবং সকলকে ভাল মত পড়াশোনা করবার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায় সংবর্ধনা শেষে বিদায়ী গুরুজনের অবসর পরবর্তী সময়ের জন্যে দোয়া কামনায় কলেজ প্রাঙ্গণে একটি মিলাদ মাহফিলেও আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news