খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘এলোমেলো বাতাসে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ অনেক জনপ্রিয় গানের খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী না ফেরার দেশে চলে গেলেন । তিনি রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

কাওসার আহমেদ চৌধুরীর সন্তান প্রতীক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে নিউমোনিয়ায়ও আক্রান্ত হন। শেষ ১০ দিন তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, কাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা নাগাদ আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news