বইমেলায় মোরশেদুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘যে আলো আঁধার আনে’

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বইমেলায় মোরশেদুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘যে আলো আঁধার আনে’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মোরশেদুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘যে আলো আঁধার আনে’। বইটি অমর একুশে বইমেলার চারুলিপি প্রকাশনীর ৩৩ নং স্টলে পাওয়া যাবে। এছাড়াও কাব্যগ্রন্থটি এখন ঘরে বসে অনলাইনে রকমারি.কমে পাওয়া যাচ্ছে। পাঠকরা চট্টগ্রাম ও খুলনা বইমেলা থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। ৮০ পৃষ্ঠার এই বইটিতে রয়েছে ৬৫ টি কবিতা।

বইটি সম্পর্কে লেখক অনুভূতি ব্যক্ত করে বলেন,’যে আলো আঁধার আনে’ আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ। কারণ কবিতাকে ‘হায়েস্ট ফর্ম অব লিটারেচার’ বলা হয়ে থাকে। আমি চেষ্টা করেছি সাহিত্যের চিরায়ত বৈশিষ্ট্যাবলির মধ্যে থেকে লিখতে। বিশেষত ছন্দের ব্যাপারে কোনো ছাড় দেইনি।

কবি আরও বলেন, প্রেম, প্রকৃতি, সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ, দর্শন ইত্যাদি অনেক বিষয়ের ওপরই লিখতে চেষ্টা করেছি। বইয়ের প্রতিটি কবিতা সব শ্রেণির পাঠকের কথা মাথায় রেখেই লিখেছি। বইটির একটি কবিতাও যদি কারো ভালো লাগে, তবে আমি আরও উৎসাহিত হব। নতুন কিছু লিখতে পারবো।

চারুলিপি প্রকাশনী থেকে হুমায়ুন কবিরের প্রকাশনায় বইটির প্রচ্ছদ করেছেন ধুব্র এষ।

বইটি প্রসঙ্গ কথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. মোঃ আবু জাফর বলেন, কাব্যগ্রন্থটিতে কবি অনুপ্রাস,উপমা,উৎপ্রেক্ষা,রুপক এবং বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে নিসর্গ,প্রেম,সংস্কৃতি, দর্শন,রাজনীতি এবং জীবন সংগ্রামের মত বিচিত্র বিষয়ের সন্নিবেশ ঘটিয়েছেন। এ কাব্যপাঠে কাব্যপ্রেমি পাঠক হৃদয় তৃপ্ত হবে, অপরদিকে বাংলা সাহিত্য ভান্ডার আরো তৃপ্ত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

পত্রিকা একাত্তর/ আইনুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news