চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন চিত্রনায়ক রুবেল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন চিত্রনায়ক রুবেল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই। নির্বাচনের ফলাফলের পরেও সমিতির চেয়ারে বসা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি চলছে। সম্প্রতি রোজিনা কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি জয়ী হলেও ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করবেন।

রুবেল বলেন, শিল্পী ‌‌‌সমিতির নির্বাচন ও নির্বাচন পরবর্তী নোংরামি প্রচুর কষ্ট দিয়েছে আমাকে। বলতে পারেন বিরক্তও। আমি জানিনা আগামীকাল আদালতে কে জয়ী হবে। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। কেউ যেন বলতে না পারে, তার কারণে পদত্যাগ করেছি।

রুবেল আরোও বলেন যে, চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। যেমন- আমি ওমরাহ পালনে যাব। এ ছাড়া সারাদেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিন শ’ উপজেলা কানেক্ট করবো। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এর মধ্যে সমিতিকে সময় দেওয়াটা আমার জন্য কঠিনই হবে। যদি কোনও কাজই করতে পারলাম না কিন্তু একটা পদ আটকে রাখলাম- সেটা ঠিক হবে না। আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো।

২০২২-২০২৪ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুম পারভেজ রুবেল। ২৮ জানুয়ারির শিল্পী সমিতির নির্বাচনে তিনি ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news