জবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

জবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
জবিতে পিএইচডি সেমিনার | পত্রিকা একাত্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিনের পিএইচডি গবেষণার উপর উচ্চতর গবেষণা ফলাফলের ২য় উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১০/০২/২০২২ তারিখ (বৃহস্পতিবার ) সকাল ১০ টায় ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের ১১৩ নং কক্ষে পিএইচডি গবেষণা বিষয়ক ২য় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Determining the Impact of Forced Rohingya Migration in Tourism of Cox's Bazar, Bangladesh ছিলো এই গবেষণার মূল প্রতিপাদ্য।

সেমিনারে পিএইচডি গবেষক মো. মহিউদ্দিন বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। উক্ত অঞ্চলের অনেক মানুষের অর্থনৈতিক ও সামজিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। ২০১৭ সালে মায়ানমার থেকে জোরপূর্ব অভিগমন হওয়া রোহিঙ্গা শরণার্থীরা আসার পর কারণে কক্সবাজার জেলার পর্যটন শিল্পের উপর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব অনেক বেশি। বিশেষ করে বন উজাড়, পানি দূষণ, বর্জ্য সমস্যা। অর্থনৈতিক প্রভাব বিশেষ করে, দ্রব্যমূল্য বৃদ্ধি, পর্যটন শিল্পে স্থানীয়দের কর্মসংস্থান হারানো, বাংলাদেশ ব্যবসা বানিজ্যের এছাড়া সামাজিক প্রভাব বিশেষ করে নিরাপত্তা সংকট, মাদক ব্যবসা, অপহরণসহ অন্যান্য প্রভাব যা পর্যটন শিল্পের উপর হুমকি।

গবেষক জনাব মোঃ মহিউদ্দিন

আমার গবেষণার বিষয় হলো রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে কক্সবাজার এলাকায় পর্যটন শিল্পের উপর কি ধরনের প্রভাব পড়েছে তার একটি সমীক্ষা করা এবং দেশের পলিসি মেকারদের একটি সাজেশন্স দেয়া যাতে তারা রোহিঙ্গাদের ব্যাপারে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। আমাদের গবেষণায় প্রাথমিক ও গৌণ উভয় ধরণের তথ্যই ব্যবহার করা হবে।

সেমিনারে পিএইচডি গবেষক মোঃ মহিউদ্দিন তার গবেষণা কর্মের ফলাফল যথাযথ ভাবে উপস্থাপন করেন। তার গবেষণা কর্মের ফলাফলে তিনি ব্যাখ্যা করেন- পরিবেশের উপর রোহিঙ্গাদের প্রভাব, অর্থনীতির উপরে প্রভাব ও ভ্রমণ কারীদের সামাজিক নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো। বর্তমানে কক্সবাজার ভ্রমণকারী সাধারণ মানুষজন রোহিঙ্গাদের দ্বারা প্রতিনিয়ত প্রতারিত, ছিনতাই ,ধর্ষণ ও মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে যাচ্ছে। কক্সবাজারে বর্তমানে ১১-১২ লাখ রোহিঙ্গা থাকে৷ তাদের কোন কাজ নেই৷ ফলে তারা অপরাধ প্রবণ হয়ে উঠাছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের অপরাধ প্রবণ হয়ে উঠছে। এছাড়া অর্থনীতিতেও রোহিঙ্গাদের প্রভাব খুবই নেতিবাচক। তাই কক্সবাজার রক্ষা হেতু রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজস্ব দেশে পাঠিয়ে দেওয়া ছাড়া কোন বিকল্প নেই।

সেমিনার শেষে পিএইচডি গবেষক গবেষণা সম্পর্কে উত্থাপিত প্রশ্ন ও পরামর্শ গ্রহণ করেন এবং প্রশ্ন-উত্তর পর্ব শেষ করেন। তত্বাবধায়ক অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, রোহিংগাদের কারণে শুধু স্থানীয় পর্যায়ে পর্যটনের পরিবেশ বিপর্যয় এবং অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় হচ্ছে এমন নয় এটা সামগ্রিক রাষ্ট্রের জন্য ও ঝুঁকি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের সেমিনারে সভাপতিত্ব করেন। উক্ত সেমিনারে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।এসময় উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফল-উল-আলম ও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news