অসহায়ের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

নেত্রকোণা জেলা প্রতিনিধি

৪ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

অসহায়ের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রভাব বাংলাদেশেও লক্ষ্যনীয় প্রভাব ফেলেছে। দেশের উচ্চ আয়ের মানুষ থেমনটা প্রখরতা অনুভব করতে না পারলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর দৈনন্দিন জীবনযাপন হয়ে উঠেছে দূর্বিষহ।

দেশের মানুষের এই দুর্বিষহ পরিস্থিতিতে প্রতিবারের ন্যায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে ভুক্তভোগী মানুষের ঘরে। প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে আজ (০৪/০৯/২০২২) নেত্রকোণা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ জেলার দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ আরও অনেকেই। এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসন অঞ্জনা খান মজলিস পত্রিকা৭১ কে জানান সরকারি বিভিন্ন তহবিল থেকে এ ত্রাণগুলো প্রদান করা হয়।পুনরায় নির্দেশনা আসলে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news