উৎসব মুখোর পরিবেশে নির্বাচনী পোস্টার সংগ্রহ করছে শিশুরা।

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

উৎসব মুখোর পরিবেশে নির্বাচনী পোস্টার সংগ্রহ করছে শিশুরা।

সারা দেশে ইউপির চলমান নির্বাচনে আগামী ৫ ই জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ৫ম ধাপের নির্বাচন।উক্ত নির্বাচনে দেশের ৭০৭ টি ইউপি পরিষদ অংশ নিয়ে।পুনরায় নতুন ভাবে গঠিত হবে।২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই প্রার্থী ও তার স্বজনেরা ব্যাপক ভাবে চালাচ্ছেন নির্বাচনী প্রচারনা।নির্বাচনী বিধিনিষেধ মোতাবেক ভোট গ্রহনের কমপক্ষে তিন দিন আগে বন্ধ করতে হয় নির্বাচনী প্রচারনা।আগামী ৫ই জানুয়ারি ভোট গ্রহনের তারিখ ধার্য থাকে শেষ মূহুর্তের প্রচার প্রচারনা চালাচ্ছেন প্রার্থী ও তার স্বজনরা।এদিকে বগুড়ার বিভিন্ন নির্বাচনী এলাকায় যখনি প্রচারনার মাইকের আওয়াজ দূর থেকে শোনা যায়। তখনি শিশুরা আনন্দের সাথে দৌড়ে রাস্তায় চলে আসে।নির্বাচনী প্রচার গাড়ির অপেক্ষা থাকে পোষ্টার নেওয়ার জন্য।গাড়ি লাগানের মধ্যে চলে আসলে দৌড়ে গিয়ে প্রচার গাড়িকে ঘিরে ধরে শিশুরা। পোস্টার পেলে শিশুরা হয়ে যায় মহাখুশি। আনন্দে শুরু করে লাফালাফি। কিন্তু পোস্টার না পেলে মন খারাপ করে চুপ থাকতে দেখা যায় শিশুদের। কি যেন হারিয়ে গেছে শিশুদের। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনী প্রচারকরা জানান,ভোটারদের চাইতে শিশুরাই পোস্টার নিতে বেশী আগ্রহ প্রকাশ করে।পোষ্টার কে সম্ভবত শিশুরা খেলার সামগ্রী হিসাবে ব্যবহার করে।তাই পোস্টার সংগ্রহ করতে শিশুরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news