ডোমারে 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ' অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ' অনুষ্ঠিত

'বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা– এক সুত্রে গাঁথা'–এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯শে ডিসেম্বর) দুপুরে ডোমার উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এতে সভাপতিত্ব করেন– উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলাম সানবীম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন– ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা বকুল ইসলাম, উপজেলা ইউএফডি কর্মকর্তা সাখাওয়াত হোসাইন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম প্রমুখ।

এর আগে, মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। সপ্তাহটি উপলক্ষ্যে আয়োজিত দুই দিন ব্যাপী মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ৯টি স্টল প্রদর্শনী উপস্থাপন করে।

সমাপনী দিনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রতিযোগী শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনার ভিত্তিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

এবার ডোমার উপজেলার বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনে 'ক' গ্রুপে প্রথম স্থান অধিকার করে ডোমার মহিলা ডিগ্রী কলেজ এবং দ্বিতীয় স্থান ডোমার সরকারি কলেজ। 'খ' বিভাগের প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অধিকার করে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়, ২য় ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news