সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এর জমি অবৈধ ভাবে দখল করায় সরকারি অভিযান

সরিষাবাড়ি প্রতিনিধি

সরিষাবাড়ি প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এর জমি অবৈধ ভাবে দখল করায় সরকারি অভিযান

জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা রেলওয়ে স্টেশন এর আওতাধীন জমি অবৈধ ভাবে দখল করায় সরকারি অভিযান।

আজ রবিবার সকাল থেকে এই অভিযান শুরু করা হয়। সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এর উপর অবৈধ ভাবে সকল বসতবাড়ি, দোকান পাট, সকল কিছু উচ্ছেদ অভিযান চলছে।

কিছু দিন আগে থেকেই সরকারি ভাবে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন উপর অবস্থিত সকল অবৈধভাবে বসতবাড়ী উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। কেউ সরকারি ঘোষণা কর্ণপাত না করায় আজ ১৩/৩/২০২২ সরকারি অভিযানে সকল ঘরবাড়ি, দোকান ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে এলাকাবাড়ী বলেন-এটা মূলত সরকারি অভিযান। প্ল্যাটফর্মবাড়ানো এবং নতুন ভবন করাই অনেক জায়গার প্রয়োজন। তাই এই পদক্ষেপনিয়েছে সরকার। সরিষাবাড়ী বাসীর অনেক দিনের স্বপ্ন রেলওয়ের স্টেশন এর উন্নয়ন। এই বহুদিনেরস্বপ্নআজ বাস্তবে উপান্তরিত হলো। নতুন প্রযুক্তি অনুযায়ী স্টেশন এর কার্যক্রম চালু থাকবে।

পত্রিকা একাত্তর / মোঃসিহাব উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news