নড়াইলে কেন্দ্রীয় কর্মসূচী পুলিশী বাধায় পালন না করতে পেরে প্রেস বিজ্ঞপ্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে কেন্দ্রীয় কর্মসূচী পুলিশী বাধায় পালন না করতে পেরে প্রেস বিজ্ঞপ্তি প্রদান

নড়াইলে কেন্দ্রীয় কর্মসুচী পুলিশী বাধায় পালন না করতে পেরে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছে জেলা যুবদল। আজ দুপুরে নড়াইল পেসক্লাবে এসে প্রেসক্লাবের সভাপতি এনামুল কবিরের কাছে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, নড়াইল পৌর যুবদলের সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, নড়াইল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জীবন ইসলাম টিপু, নড়াইল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ জামির হোসেন মোল্যা, নড়াইল সদর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য তোফায়েল আহম্মেদ সুমন,বাসুদেব,আশিকুর রহমান রনি, মোঃ মাসুদ রহমান, নাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গণবিচ্ছিন্ন আওয়ামী সরকারের আর্শিবাদপুষ্ট সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে আকাশ ছোয়া, জনজীবন বিপন্ন হয়ে পড়লে ও সরকারের সম্পূর্ন নির্বিকার, বরং সরকার গন বিরোধী এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত রয়েছে। নিত্যপ্রয়োজনীয় মূল্যের চরম কষাঘাতে হতদরিদ্র থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষ আজ সরকারে দ্রব্য মূল্যের উদ্ধগতির যাতাকলে পিষ্ঠ হচ্ছে।

এমতবস্থায় স্ধাারন নিপিড়িত জনগণের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সারাদেশে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশেরে ডাক দেয়। তারই অংশ হিসেবে আজ ১৩/০৩/২০২২ ইং সকাল ১১ টায় পূর্ব নিধারিত সময়ে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে যুবদল কেন্দ্রীয় কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাসুদ এর উপস্থিতিতে নড়াইল জেলা যুবদলের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করবার লক্ষে গত ০৯/০৩/২০২২ ইং তারিখে নড়াইল জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর অনুমতি চেয়ে আবেদন করা হয়।

উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ১২/০৩/২০২২ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেরিত চিঠিতে বলা হয় চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশেরে অনুমতি দেওয়া গেল না।

যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন, সারাদেশে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হলে ও নড়াইল জেলায় কেন এত বাধা, সরকারের কেন এত ভয়? নড়াইল জেলা যুবদলের শান্তি পূর্ন বিক্ষোভ সমাবেশে অনুমতি না দেওয়া এবং ১৪৪ ধারা জারির প্রতিবাদে অবৈধ সরকার কে ধিক্কার জানাই, এহেন ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান বলেন, এস আই আমির হোসেন আমাদের জানান নড়াইল চৌরাস্তার জেলা বিএনপি অফিস ও আশে পাশের স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমাদের কর্মসুচি পালন না করতে দেওয়া দুঃখজনক ঘটনা আমরা এর তিব্র নিন্দা জানাই।

নড়াইল প্রেসক্লাবে এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, হাফিজুর রহমান,হাফিজুল নিলু, আসাদ রহমান, সুজয় কুমার বকসী,শরিফুল ইসলাম বাবলু, শুভ সরকার, মধূ সরকার প্রমূখ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির বলেন, উর্দতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মসুচিতে বাধা প্রদান করা হয়েছে। কারন ছাত্রলীগ একই স্থানে কর্মসুচি পালন করতে আবেদন করেছে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news