খুলনার বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়নের রায়পুর শেখ মাশকুর হাসান এর পৈত্রিক সম্পত্তি জবরদখল করে বালু ভর্তি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় গতকাল বুধবার ( ৯ নভেম্বর ২২) ভুক্তভোগী রায়পুর এলাকার শেখ মাশকুর হাসান বাদী হয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু রাতের আধারে জোরপূর্বক অবৈধ পাইপ লাইন সংযোগ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে উক্ত জমিতে বালু ভরাট করছেন। ভূক্তভোগী বলেন, আমার পৈত্রিক দলিল মুলে সম্পত্তি যার মৌজা রায়পুর জেএল ৫১, এস এ খতিয়ান ১৭৮, এস এ দাগ নং- ১১৯, জমির পরিমাণ ৫৭ শতক। বিষয়টি নিয়ে এলাকায় উভয় পক্ষের ভিতর উত্তেজনা বিরাজ চলছে।
যে কোন সময় আইন শৃংখলার অবনতি ঘটতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসি। এলাকার সচেতন মহল অভিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর আশুহস্তক্ষেপ কামনা করছেন। এছাড়া ও চেয়ারম্যান লিটুর লোক জন এর বিরুদ্ধে ঘের দখল, গরু চুরি,ঘর ডাকতি,ভ্যান, চুরি,মোটর চুরি,তরমুজ এর সময় চাদা দাবী, জুয়া ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে।যার কয়েক জন বর্তমানে জেল হাজতে ও পলাতক রয়েছে।
পত্রিকা একাত্তর/aktarul islam