কোর্ট আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার     


জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১২/১১/২০২২, ১০:২২ অপরাহ্ণ / ৫৯
কোর্ট আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার     

চুয়াডাঙ্গা সদর কোর্ট আজ ১২.১১.২০২২  তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় আকস্মিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি চুয়াডাঙ্গার আব্দুল্লাহ্ আল-মামুন।পরিদর্শনকালে পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক সহ উপস্থিত অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যদের কর্মপরিবেশ, হাজতখানা, মালখানা, আবাসন, লজিস্টিক, কল্যাণের পাশাপাশি নিজেদের উপর অর্পিত সরকারী দায়িত্ব ও কর্তব্য পালন এবং রেজিস্টার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য সকলকে দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার এ সময় কোর্ট পুলিশের পাশাপাশি ট্রেজারি গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ তদারকি করেন। তাদেরকে করণীয় ও বর্জনীয় সকল বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পত্রিকা একাত্তর/মোঃতারিকুর রহমান