চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) নীতিষ বিশ্বাস, এসআই(নি:) সুমন্ত বিশ্বাস, এসআই(নি:) মো: সোহেল রানা, এএসআই(নি:) বশির আহম্মেদ, এএসআই(নি:) মামুনুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা-হিজলগাড়ী রাস্তার দক্ষিণ চাঁদপুর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ১২.১১.২০২২ সময় সকাল ০৬:৩০ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩০০ (তিনশ) বোতল ফেন্সিডিল সহ দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর মাঠপাড়া থেকে মোঃফজল ইসলামের ছেলে মো: মাসুদুর রহমান@ রানা(২৭) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যাক্তির থেকে হিরো গ্লামার মোটরসাইকেল সহ বস্তা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ।
পত্রিকা একাত্তর/মোঃতারিকুর রহমান