লঘু পরিবারের বসতবাড়িতে হামলা প্রান নাশের হুমকি


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি প্রকাশের সময় : ০৮/১১/২০২২, ৭:২১ অপরাহ্ণ / ১০১
লঘু পরিবারের বসতবাড়িতে হামলা প্রান নাশের হুমকি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়িঘর ভাংচুর ও প্রতিপক্ষের হুমকির প্রতিবাদে মানববন্ধন করছে ভুক্তভোগী ও তার পরিবারবর্গ। আজ ৮ ই নভেম্বর সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ গাছবাড়িয়া শীল পাড়া এলাকার সনজিত শীলের পরিবারের বাড়িঘর ভাংচুর ও মহিলাদের উপর হামলা এবং মহিলাদের শ্রীলতাহানীর হুমকির প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সনজিত শীলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,সুবল শীল,দীপক শীল,প্রদীপ শীল,বাপ্পী শীল,সংগীতা শীল,রত্মা শীল,গীতা শীল প্রমুখ। এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ প্রতিবেশী ভূমিদস্যু সুবল শীল,রিমন শীল ও সুব্রত শীল মিলে আমাদের পৈত্রিক ভিটার উপর নির্মিত রান্নাঘর ভাংচুর করে রাস্তা নির্মান করার চেষ্টা চালায়।

উক্ত কাজে আমাদের পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে গত কয়েকদিন আগে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাদের বসতঘর ভাংচুর এবং মহিলাদের উপর হামলা চালায়। আজকের এই মানববন্ধন থেকে হামলার তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান এই বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ তারা পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এই বিষয়ে অভিযুক্তদের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন