ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজিব রায়হান গ্রেপ্তার


জেলা প্রতিনিধি, ঢাকা প্রকাশের সময় : ০৩/১১/২০২২, ১০:১৬ অপরাহ্ণ / ৩৩৭
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজিব রায়হান গ্রেপ্তার

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব সজিব রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পত্রিকা একাত্তর কে নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বখতারপুর কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সজিব রায়হান সাভারের বখতারপুর এলাকার বাসিন্দা। সে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক(দাইত্বপ্রাপ্ত দপ্তর) সাজ্জাদ হোসেন আদর পত্রিকা একাত্তর কে বলেন, আমি মাত্র শুনেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানি না। তবে তার নামে চারটা মামলা ছিল। যেই মামলায় সে জামিনে ছিল বলেও আমি জানি।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, তার নামে ওয়ারেন্ট ছিলো। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পত্রিকা একাত্তর / সোহাগ হাওলাদার